লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে হারুন ইজহার (৪৭) কে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে হারুন ইজহার (৪৭) কে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম, জঙ্গীবাদ, নাশকতা ও ভাংচুর এর মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতারের মাধ্যমে আইনের মুখোমুখি করার ব্যাপারে সদা তৎপর।

২। গত ২৬ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজীব শতবর্ষ উদযাপন চলাকালীন সময়ে একটি কুচক্রী মহল দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে হাটহাজারী এলাকায় যে অরাজকতা, সহিংসতা, নাশকতা ও ধ্বংসলীলার তান্ডব চালায়; সে তান্ডবের সাথে জড়িতদের আটকের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ এপ্রিল ২০২১ ইং তারিখ ০০০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীরর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাটহাজারী এলাকার অরাজকতা, সহিংসতা ও নাশকতা সৃষ্টির মদদদানের অভিযোগে হারুন ইজহার (৪৭), পিতা- মুফতি ইজহার, সাং- বৈলছড়ি, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম বর্তমানে- ৭৯ চানমারি রোড, লালখান বাজার, খুলশী, চট্টগ্রাম মহানগরীকে আটক করে।

৩। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।